ত্রিভুজের বিবরণ

সমতলীয় জ্যামিতির ভাষায় তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এটি একটি বহুভুজ, যার তিনটি ছেদচিহ্ন ও তিনটি প্রান্ত থাকে। দ্বি-মাত্রিক তলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ° বা দুই সমকোণ। এক সময় কেবল ইউক্লিডীয় জ্যামিতিতেইত্রিভুজ নিয়ে আলোচনা করা হত। কিন্তু নিকোলাই লোবাচেভস্কি সহ অন্যান্য জ্যামিতি বিশেষজ্ঞদের অবদানের ফলে অসমতলীয় জ্যামিতিতেও বর্তমানে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। এ ধরণের তলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ নয়। অথচ ইউক্লিডীয় জ্যামিতির মূল ভিত্তিই হচ্ছে এই ধারণাটি।
ত্রিভুজ
Triangle

প্রকারভেদসম্পাদনা

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতেসম্পাদনা

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকারের হতে পারে। যথা:–
  • সমবাহু ত্রিভুজ - যার তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান 60° হয়।
  • সমদ্বিবাহু ত্রিভুজ - যার যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 90° হলে অপর সমান দুইটি বিপরীত কোণ 45° করে হবে।
  • বিষমবাহু ত্রিভুজ - যার তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম। বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণ-ই পরস্পরের সঙ্গে অসমান হয়।

Comments

  1. New information is presented by u..which is good....

    ReplyDelete
  2. Some new info is presented by u ..which is good..

    ReplyDelete
  3. Topics টার ভূমিকা অর্থাৎ প্রথম stanza টা খুব দারুন হয়েছে।Mathematical background টা জানা খুব জরুরি।ভালো লাগলো পড়ে।

    ReplyDelete
  4. How To Get a Sportsbook In Maryland - Dr.CMD
    Maryland Sports Betting Sites — In Maryland, it's known 오산 출장안마 as 상주 출장마사지 the 제천 출장샵 Gambling 경산 출장안마 Empire. 구미 출장샵 Here is our guide on what to look for at the gambling capital of the

    ReplyDelete

Post a Comment